কমলগঞ্জ প্রতিনিধি ::
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীকে সভাপতি, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. খুরশেদ আলী।
সভায় ব্যাপক আলাপ আলোচনার পর সর্ব্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-সহ সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়), ফয়েজ আহমদ (পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ), শ্যামল কুমার দাশ (আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়), মো. নুরে আলম সিদ্দিক (হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়), মো. মিছবাউর রহমান চৌধুরী (আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়), যুগ্ম সাধারন সম্পাদক মো. সাজ্জাদুর রহমান (অভয় চরন উচ্চ বিদ্যালয়), মানিক কান্তি পাল (ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক পদ্মমোহন সিংহ (এম এ ওহাব উচ্চ বিদ্যালয়) অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুস সোবহান (মাধবপুর উচ্চ বিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাত কুমার সিংহ (দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনু রানী ভৌমিক (কালেঙ্গা উচ্চ বিদ্যালয়), ধর্ম বিষয়ক সম্পাদক আহম্মদ আলী (উছমান আলী ইসলামী দাখিল মাদ্রাসা), কার্যনির্বাহী সদস্য- স্বপন কুমার সিংহ (চিতলীয়া জনকল্যান উচ্চ বিদ্যালয়), মো. সামছুল হক (নাজির হাসান দাখিল মাদ্রাসা), মো. জিল্লুর রহমান (কামুদপুর উচ্চ বিদ্যালয়।#
Leave a Reply