বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা পৌরশহরের উত্তর চৌমোহনায় শুক্রবার সকালে চান্দই মাংসের দোকানে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে পুলিশ ২ কসাইকে গ্রেফতার করেছে। আটককৃতরা হচ্ছেন- বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর (বারইগ্রাম) এলাকার শওকত আলী (৩৫) ও একই এলাকার দেলোয়ার হোসেন (২৭)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কসাইখানায় পচা মাংস বিক্রি ও অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ রয়েছে। বিকেলে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।
পুুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সুত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকার একটি মাংসের দোকানে শুক্রবার সকালে বিয়ানীবাজারের কসাই শওকত আলী ও দেলোয়ার হোসেন গরুর পচা মাংস বিক্রি করছিলেন। এনিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পচা মাংস বিক্রির অভিযোগে পুলিশ শহরের উত্তর চৌমোহনী থেকে দুই ব্যক্তিকে আটক করেছে। বিকেলে তাদেরকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।#
Leave a Reply