নিউজ ডেস্ক:ঘরে একটা হাতির জায়গা দেওয়া আক্ষরিক অর্থেই সহজ নয়। তাই এই বিশাল অযাচিত অথিতিকে নিজের রান্নাঘরে বেড়াতে আসতে দেখে ভীষণ অবাক হয়েছেন থাইল্যান্ডের এক নারী। আর বুনচুয়ে নামের ওই হাতিটি কিন্তু দরজা দিয়ে নয়, ঢুকেছে রান্নাঘরের দেয়াল ভেঙে!
থাইল্যান্ডের হুয়া হিন জেলার এক গ্রামে এই ঘটনা ঘটে বলে বুধবার জিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
এ ব্যাপারে জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ইতথিপন থাইমনকল সংবাদ মধ্যমকে জানান, তারা (হাতি) প্রায়ই ঘুরতে বের হয়। খাবারের গন্ধ পেলে প্রায়ই স্থানীয় বাজারে হানা দেয় বলে জানান তিনি।
তবে এভাবে হাতি স্বভাবজাত প্রকৃতি বদলে খাবারের খোঁজে মানুষের দারস্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন হান্টার কলেজের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. জোশুয়া প্লোতনিক।
প্রাকৃতিক উৎস থেকে খাবার না পেয়ে হাতিরা লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply