এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া থানা পুলিশের এক সাড়াশি অভিযানে ছিনতাইকৃত টাকাসহ সাহেদ বকস ওরফে রাসেল (৩২) নামক এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক রাসেলকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণদ করা হয়েছে।
থানাসূত্রে জানা যায়, কুলাউড়া থানার মেস বয় আব্দুল জলিল গত রোববার (১১ জুলাই) রাতে দক্ষিণ বাজারের এক ব্যবসায়ীর পাওনা ১৫ হাজার টাকা নিয়ে ওই দোকানে যাচ্ছিলেন। জলিল মিয়া থানা থেকে বের হয়ে দক্ষিণবাজারস্থ বনফুল মিষ্টি দোকানের সম্মুখে যাওয়ামাত্র ছিনতাইকারী রাসেলসহ ২ জন পেছন থেকে এসে জলিলকে ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরে সোমবার (১২ জুলাই) বিকেলে এসআই হারুনুর রশিদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় এক সাড়াশি অভিযান চালিয়ে ছিনতাইকারী রাসেলকে তার বাড়ি থেকে আটক করে। এসময় তার ঘর থেকে ছিনতাইকৃত ১৫ হাজার টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী সাহেদ বকস ওরফে রাসেলকে মঙ্গলবার (১৩ জুলাই) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপর আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply