এইবেলা, অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের কারণে সৌদিতে কর্মরত বিদেশি নাগরিকদের রেসিডেন্ট পারমিট ( ইকামা’র) মেয়াদ বিনামূল্যে তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মহামারী করোনা ভাইরাসের কারণে স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক ক্ষয়-ক্ষতি প্রশমনে সৌদি সরকারের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো বিনামূল্যে রেসিডেন্ট পারমিট সুবিধা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত ৬ জুলাই সোমবার সৌদি প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেট এই প্্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদন তথ্যসূত্রে জানাযায়, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সৌদি আরবে গমনে নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটক এর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের এবং বৈশ্বিক করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত যেসব বিদেশি নাগরিকরা সৌদি আরবে কর্মরত আছেন কিন্তু রেসিডেন্ট পারমিট ( ইকামা’র) মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কোন ধরনের জরিমানা ছাড়াই তিন মাস মেয়াদ বাড়ানো হবে। যেসব প্রবাসী ইতিপূর্বে এক্সিট অথবা re-entry ভিসা ইস্যু করা হয়েছিল কিন্তু লকডাউন কারফিউ কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি তাদেরও বিনামূল্যে তিন মাসের ইকামার সুবিধা পাবেন।
সৌদি আরবে কর্মরত বিদেশী নাগরিক ছুটি নিয়ে সৌদি আরবের বাহিরে অবস্থান করছেন কিন্তু তাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাবে ঐ সমস্ত বিদেশি নাগরিকদের আরো তিন মাসের ইকামার মেয়াদ বৃদ্ধি করা হবে কোন প্রকার জরিমানা ছাড়াই।
এছাড়া ওমরাহ, ভিজিট ভিসায় সৌদি আরবে এসে ফেরত যেতে পারেননি তাদের ভিসার মেয়াদ বিনামূল্যে তিন মাস বাড়ানো হবে।
এইবেলা/জেএইচজে
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply