নিশাত আনজুমান, আক্কেলপুর ::
জয়পুরহাটের আক্কেলপুরে বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৭ জুলাই বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নিবার্হী অফিসার এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ। অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর সুদেব কুমার সিংহ প্রমুখ। #
Leave a Reply