নিউজ ডেস্ক:-সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, তার পরিবার ও রাজনৈতিক সংগঠন বিএনপি।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার গ্রামের বাড়ি বাহারমর্দানে কুরআন খতম, মিলাদ, দোয়া ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে। স্মৃতি পরিষদের উদ্যোগে মৌলভীবাজার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ বৃক্ষ রোপণ করা হবে। এছাড়া মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীরা সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবেন। মিলাদ মাহফিলের আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি। বাদ আসর নগরীর হযরত শাহজালালের (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সাইফুর রহমান ১২ বার সংসদে বেশ সফলতার সঙ্গে বাজেট পেশ করেছেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
Leave a Reply