এইবেলা, কুলাউড়া ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ- শাখার উদ্বোধন হয়েছে কুলাউড়ার উপজেলার রবিরবাজারে।
২১ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় দক্ষিণ রবিরবাজার খান শপিং সিটির দ্বিতীয় তলায় ফিতা কেটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রবিরবাজার উপ-শাখার শুভ উদ্ভোধন করেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জুড়ি শাখার ম্যানেজার এফ এ ভিপি মনিরুল ইসলামের সঞ্চালনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সিলেট জোন ও জোনাল হেড ফয়সল আহমদ ভিপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, পৃথিমপাশা ইউপি সদস্য ও রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাছ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, বিয়ানী বাজার শাখার এফএভিপি ম্যানেজার তানভীর হোসেন চৌধুরী, রবিরবাজার উপশাখার ইনচার্জ মোঃ কাওছারুল ইসলাম চৌধুরী, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, খান শপিং সিটির স্বত্ত্বাধিকারী বেলাল খান, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা উত্তর সিটি মহানগর শাখার কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক এসএম লুৎফুর রহমান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কর্মকর্তা, কর্মচারীরা।##
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply