নিজস্ব প্রতিবেদক, এইবেলা ::
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব মাহবুব দলীয় মনোনয়ন নিশ্চিত করে ঢাকা থেকে নিজ ইউনিয়নে ফেরায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে করে কুলাউড়ায় এসে পৌছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান ইউনিয়নের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা।
পরে নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেলের বহর নিয়ে জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় এলাকার বিভিন্ন রাস্তার দুইপাশে দাঁড়িয়ে অসংখ্য লোকজন তাকে স্বাগত জানান। নৌকা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ইউনিয়ন। এরআগে কুলাউড়া রেলওয়ে জংশন এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুর রব মাহবুব।
সমাবেশে ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত নৌকার মাঝি আবদুর রব মাহবুব উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আপনারা দোয়া ও সহযোগিতা করে এবং উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর এ নৌকাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।
কুলাউড়া উপজেলার মধ্যে সর্বদিক দিয়ে পিছিয়ে পড়া এ ইউনিয়নে উন্নয়ন করতে হলে নৌকার বিকল্প নেই। বক্তব্যকালে আব্দুর রব মাহবুব উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply