রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরের মাথিউড়া চা বাগানে পুলিশের সাথে জুয়াড়িদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চা বাগানের কালী পুজার অনুষ্ঠান চলাকালে পুলিশের পেট্রল টিম জুয়ার আসরে বাধা দিলে এ ঘটনা ঘটে। পরে ব্যাপক পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়াড়িদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এসময় জুয়াড়িদের ঢিলের আঘাতে একজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে নানা আয়োজনে শান্তি পুর্ণভাবেই সনাতন ধর্মাবলম্বিদের কালী পুজা চলছিল। এসময় কালী মন্দিরে মাঠে মেলা বসে। রাত ১১ টায় এক শ্রেণির জুয়ারীরা মন্দিরের মাঠে মেলায় জুয়ার আসর বসায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশের পেট্রল টিম তাদেরকে উচ্ছেদ করতে যায়। এসময় জুয়াড়িদের ‘জেয়ার বোর্ড’ নিয়ে নিলে উত্তেজান দেখা দেয়। পুলিশ সংখ্যায় কম থাকায় জুয়াড়িরা জুয়ার র্বো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে জুয়াড়িরা। খবর পেয়ে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) ফরিদুদ্দিনের নেতৃত্বে পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে গিয়ে জুয়াড়িদেও তাড়িয়ে দেয়।
মেলায় আসা ব্যবসায়ি প্রদীপ ও জিতেন্দ্র বলেন, নানা আয়োজনে মাথিউড়া কালী মন্দিরে চলছিল কালী পুজা। পুজা উপলক্ষে এখানে মেলা বসে। এক শ্রেণির জুয়ারীরা মেলায় জুয়ার আসর বসায়। খবর পেয়ে প্রথমে ৩ জন পুলিশ এসে জুয়ার আসর উচ্ছেদের চেষ্টা করেন। এ সময় জুয়াড়িদের সাথে পুলিশের উত্তেজনা দেখা দেয়। পরে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
রাজনগর থানার ওসি তদন্ত ফরিদ উদ্দিন জানান, জুয়ারি ও পুলিশের মধ্যে কিছু উত্তেজনা দেখা দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় কেউ তেমন আহত হয়নি।#
Leave a Reply