আবদুল আহাদ ::
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রব মাহবুব এর সমর্থনে এক বিশাল বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয় । এতে আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ হাজারো কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত হাজারো লোক আসন্ন নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নৌকার প্রার্থী আব্দুর রব মাহবুব এর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সহ সম্পাদক কাওছার আহমদ বুলবুল ও ইউনিয়ন যুবলীগ সম্পাদক নুরুল ইসলাম মুমিনের যৌথ সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বর্ধিত সভার শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন।
আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, জেলা যুবলীগের সাবেক সদস্য আবু মোহাম্মদ।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহমুদ হাসান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা, সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল, সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান পারভেজ, রাসেল আহমদ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক অশক চন্দ, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এনাম আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কয়েছ আহমদ, সাধারন সম্পাদক পিংকু দাস, ছাত্রলীগ নেতা আব্দুল আলিম, মাছুম আহমদ, মুন্না আহমেদ, আকাশ আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।
এসময় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের ঘাটি খ্যাত এই ইউনিয়নে এবার নৌকাকে বিজয়ী করতে সকলেই ঐক্যবদ্ধ হয়েছেন। সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রত্যাশীসহ সবাই আজ এক কাতারে দাঁড়িয়েছেন।
বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি ইউনিয়নেই উন্নয়নের ছোঁয়া লেগেছে, কিন্তু এই ইউনিয়নটি দীর্ঘদিন থেকে অবহেলিত। তার একমাত্র কারণ- এখানে সরকার পক্ষের কোন চেয়ারম্যান নেই। যার কারনে সরকারের অতিরিক্ত বরাদ্দ থেকে এই ইউনিয়নটি বঞ্চিত হচ্ছে। তাই নিজের এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।#
Leave a Reply