কমলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২০২০ সালে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বরণ করা হয়েছে।
শুক্রবার ২৬ নভেম্বর বিকালে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনেে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও রানা রঞ্জন সিনহার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. ইসহাক মিঞা, জয় কুমার হাজরা, জেলা প্রধান শিক্ষক সমিতির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মোশাহীদ আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ টি এম আনিসুর রহমান।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা সহকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে নবাগত ৪৭ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষককে উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জ উপজেলায় নবাগত শিক্ষকদেরকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য সহকারী শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সুন্দর আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply