এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস ও তার স্ত্রীসহ নতুন করে ৮ জন কনোরাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাদের করোনা পজিটিভের রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, ১১ জুলাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রী, মহিলা বিষয়ক অফিসের সহকারীসহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ জুলাই ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। করোনায় আক্রান্তদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, তার স্ত্রী রুপালী দাস, মহিলা বিষয়ক কার্যালয়ের একজন, কমিউনিটি স্বাস্থ্য কার্যালয়ের একজন, গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া গ্রামের ১ জন, জায়ফর নগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ১ জন এবং অপরজন এনজিওকর্মী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, এ নিয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট ৫২৪টি স্যাম্পল পাঠানো হয়েছে। এর মধ্যে ৫১৩টি স্যাম্পলের রেজাল্ট এসেছে। এদের মধ্যে পজিটিভ হয়েছেন মোট ৬৫ জন। পজিটিভ হয়ে সুস্থ হয়েছেন ৫৪ জন। হোম আইসোলেশনে আছেন ১১ জন এবং ১১টি নমুনার ফলাফল এখনও আসেনি।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply