কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে। উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের শুধুমাতধ বীজ এবং উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন প্রমূখ।
হাইব্রিড জাতের ধান বীজ ২ হাজার ৭ শত কৃষককে এবং ১ হাজার ২ শত কৃষককে উফশী জাতের ধান বীজ ও সার বিতরণ করা হবে।#
Leave a Reply