মৌলভীবাজার শ্রীগীতা শিক্ষাঙ্গনের শ্রীগীতা বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজার শ্রীগীতা শিক্ষাঙ্গনের শ্রীগীতা বিতরণ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ায় গাছ পড়ে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধের পর চালু কুলাউড়ায় চাচা-ভাতিজা মুখোমুখি, চলছে বাকযুদ্ধ বড়লেখায় ক্ষুদে লেখক ইমা রচিত ‘আমার স্বপ্ন, আমার দেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী শাওন পুলিশের ধরাছোঁয়ার বাইরে বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২০৭ পরিবারে প্রবাসি সংগঠনের ঢেউটিন বিতরণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে অনেক পরিবার কুলাউড়ায় চা বাগান কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কমলগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় শাড়ি দিয়ে শিশুর আত্মহত্যা

মৌলভীবাজার শ্রীগীতা শিক্ষাঙ্গনের শ্রীগীতা বিতরণ অনুষ্ঠিত

  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
নয়ন লাল দেব, মৌলভীবাজার ::
মৌলভীবাজার শ্রীগীতা শিক্ষাঙ্গনের উদ্যোগে শ্রীগীতা জয়ন্তী উপলক্ষ্যে শত গীতা বিতরণ ও শ্রীগীতা শিক্ষাঙ্গন (২য় পর্যায়) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর রোববার কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগানস্থ ম্যাজেন্টা লাইনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মহিম দে।
শ্রীগীতা শিক্ষাঙ্গন লংলা চা-বাগান শাখার আহ্বায়ক হরি কুমার মাঝির সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাস।
মূখ্য আলোচক ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র সরকার, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা আহ্বায়ক কমিটির সদস্য কবি অসিত দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন দত্ত, লংলা অাধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক জয়ন্ত দেবনাথ, সমাজকর্মী অ্যাডভোকেট সুজন কান্তি বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ টিলাগাঁও ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সুনির্মল মিত্র শিবু প্রমুখ। এছাড়া স্বাগত বক্তব্য দেন শ্রীগীতা শিক্ষাঙ্গনের সমন্বয়কারী জ্ঞান শংকর গৌঁড় ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন লাল দেব।
এসময় শ্রীগীতা শিক্ষাঙ্গন ম্যাজেন্টা লাইন শাখার ছাত্র-ছাত্রীসহ উপস্থিত প্রায় শতাধিক সনাতন ধর্মালম্বীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews