নিউজ ডেস্ক:-মিয়ানমারে আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিখোঁজ রয়েছে। এমন দাবি করে সংস্থাটি দাবি করেছে, দেশটির পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে সেনা অভিযানে ৩৫ জনের বেশি লাশ উদ্ধারের ঘটনার পর থেকে তারা নিখোঁজ। খবর বিবিসির।
সেভ দ্য চিলড্রেনের বিবৃতিতে বলা হয়েছে, মিয়ারমারের পূর্বাঞ্চলীয় রাজ্যে সেনা অভিযানে নারী ও শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন।
মানবিক সংক্রান্ত কাজ শেষে সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী বাড়ি ফিরছিলেন। কিন্তু পূর্বাঞ্চলীয় মো সো গ্রামে তাদের আটক করা হয়। এরপর থেকে দুজন নিখোঁজ।
সেভ দ্য চিলড্রেন নিশ্চিত যে, তাদের ব্যক্তিগত গাড়িতে হামলা করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর বিভিন্ন এলাকায় মানবিক কার্যক্রম স্থগিত রেখেছে সংস্থাটি।
Leave a Reply