কমলগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ : স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় কমলগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ : স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু জেলা শ্রেষ্টত্ব অর্জনে বড়লেখা থানার ওসি মাহবুব ও এসআই সুব্রত পুরস্কৃত বড়লেখায় আ.লীগ নেতা ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৯ মৌলভীবাজার পিবিআই হাজতে কমলগঞ্জের হত্যা মামলার আসামির আত্মহত্যা কচাকাটায় বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস  নাগেশ্বরীতে ইউনিসেফের আর্থিক সহায়তায়  বাল্যবিয়ে বন্ধে ব্যবসায়িকদের সাথে সংবেদনশীল সভা দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা  আমরা মানুষ আমাদের পরিচয় বাংলাদেশী : লুনা কমলগঞ্জের শমশেরনগর বাজারে ব্যাপক অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ : স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

  • মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যাপকহারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তবে মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ১ নম্বর রহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতস্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ তুলে ধরেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুনেল আহমদ তরফদার বলেন, রহিমপুর ইউনিয়নে আমার প্রতিদ্বন্ধী প্রার্থী ইফতেখার আহমেদ বদরুল আহমদ স্থানীয় সংসদ সদস্যের আপন ছোট ভাই থাকার কারণে পূর্ব থেকেই নানা অনিয়ম, আচরনবিধি লঙ্ঘন ও আমার ভোটারদের হুমকি ধামকি প্রদান করে চলেছেন। এমনকি সংসদ সদস্য নিজেও মাঝে মধ্যে এলাকায় নিজ ভাইয়ের পক্ষে কৌশলে নির্বাচনী প্রচারনায় চলে আসেন। তাছাড়া দেওড়াছড়া চা বাগানে কিছু কর্মচারীদেরও প্রচারনায় ব্যবহার করছেন। এই সময়েও উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখে চেয়ারম্যান প্রার্থী বদরুল বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে নৌকা প্রতীকে ভোট দিতে বলছেন। এসব বিষয়ে রহিমপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারের কাছে পৃথক পৃথকভাবে বিভিন্ন সময়ে চারটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, তৃণমুলের নেতাকর্মী ও সাধারণ জনগণের চাপে আমি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করব। তিনি সাংবাদিকদের আরো বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের যোগ্য ও পছন্দের চেয়ারম্যান নির্বাচিত করবে। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে মাধবপুর ইউনিয়ন, শমশেরনগর, আলীনগর ও পতনউষার ইউনিয়নেও আচরণবিধি লঙ্ঘিত হওয়ার অভিযোগ উঠেছে। প্রার্থীদের অধিকাংশেরই প্রচারনার গাড়িতে দু’টি করে মাইক ও রাত ৮টার পরেও প্রচার প্রচারনা করা হচ্ছে। মাইকের অতিরিক্ত আওয়াজের কারণে স্থানীয় ভোটাররাও শব্দ দুষণে অতিষ্ঠ হওয়ার অভিযোগ করেছেন।

চারটি লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার আহসান ইকবাল বলেন, অভিযোগ বিষয়ে পুলিশ, ইউএনও, ডিসিসহ বিভিন্ন দপ্তরে তা প্রেরণ করা হয়েছে। তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মাঠে ম্যাজিষ্ট্রেট রয়েছেন তারাও দেখছেন।#

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!