বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম দক্ষিণভাগ গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে নিহত জহুর উদ্দিন জড়াইর অসহায় বিধবা স্ত্রী-সন্তানের জীবিকা নির্বাহে পাশে দাঁড়িয়েছে দক্ষিণভাগ ইউপির কাতার প্রবাসীদের মানবিক সংগঠন ‘আল ইহ্সান সমাজকল্যাণ সংস্থা’। বুধবার দুপুরে ওই অসচ্ছল পরিবারকে সংস্থার পক্ষ থেকে একটি ব্যাটারী চালিত আটোরিকশা প্রদান করা হয়েছে। বিধবার পরিবারের পক্ষে রিকশাটি গ্রহণ করেন নিহতের ছোটভাই আলা উদ্দিন।
আল ইহ্সান সমাজকল্যাণ সংস্থা কাতার প্রবাসীর সহসভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে ও তরুণ ক্রিড়া ভাষ্যকার এবি সিদ্দিকী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণভাগ মোহাম্মদিয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম কাওছার আহমদ, ইউপি সদস্য আমিনুল হক, মুহিবুর রহমান কামাল, সংরক্ষিত মহিলা সদস্য রিয়াজুন বেগম, আল ইহ্সানের সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান লুলু, আব্দুল বাছিত, মাওলানা মো. আনোয়ার হোসাইন, সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক, আব্দুর রশিদ রাজু, নাজিম উদ্দিন, রিয়াজুল ইসলাম।#
Leave a Reply