এইবেলিা বিনোদন :: বিদায়ি ২০২১ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর শুক্রবার অভিনেতা, গীতিকার, নির্দেশক ও প্রযোজক মীর সাব্বির এর প্রথম পূণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র “রাত জাগা ফুল” ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ’ ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানের এ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সিনেমাটির সহকারী প্রযোজক ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড।
সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে “রাত জাগা ফুল” সিনেমাটি দেখার অনুরোধ করে মীর সাব্বির বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা। সিনেমাটি খুব যত্ন করে পুরো টিম কাজ করেছি। মা, মাটি ও মানুষের সিনেমা “রাত জাগা ফুল”। সিনেমাটির গল্পে দর্শক সব ধরনের উপাদান পাবেন। দর্শক সিনেমাটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। সারাদেশের ২৮ প্রেক্ষাগৃহে একযোগে ‘রাত জাগা ফুল’।
যেসব সিনেমা হলগুলোতে সিনেমাটি দেকা যাবে তা হলো- ঢাকার ভেতরে ‘রাত জাগা ফুল’ মুক্তি পাবে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার), ব্লকবাস্টার, শ্যামলী, মধুমিতা, আনন্দ, চিত্রামহল, গীত, নিউ গুলশান ও সেনা সিনেমায়।
ঢাকার বাইরে মুক্তি পাবে- সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), বর্ষা (গাজীপুর), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), চাঁদমহল (কাঁচপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা সিনেমা (জয়দেবপুর), চিত্রালী সিনেমা (খুলনা), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর) ও পূরবী (ময়মনসিংহ)।
মীর সাব্বির ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীর প্রমুখ।
সিনেমাটিতে “মনে থাকে মনের মানুষ” গানটিও মীর সাব্বির লিখেছেন। কন্ঠ দিয়েছেন হৃদয় খান।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply