ইতালির প্রতিনিধি ::
ইতালির মিলানে প্রবাসী ছেলেমেয়েদের ইসলামিক শিক্ষার পাশাপাশি বাংলা ও আরবি শিক্ষা প্রদান করে আসছে দারুল হিকমা একাডেমি। এই একডেমি ধারাবাহিকভাবে তাদের শিক্ষার কার্যক্রম পরিচালনা করছে। ১৯ তম শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
বিনাপারিশ্রমিক ছাড়া প্রায় বিশজন শিক্ষক এই একাডেমির হয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে এই একাডেমির ৭ টি বিভাগে প্রায় দুইশত শিক্ষার্থী পড়াশুনা করছেন। মিলান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত বার্ষিক ফলাফল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও একাডেমির অধ্যক্ষ মাওলানা জুনায়েদ সোবহান ,সহকারী অধ্যক্ষ জিয়াউর রহমান ,আবু নেসার বাহার প্রমুখ।
উপস্থিত অভিভাবক রা এই একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদেশের মাঠিতে তাদের সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারছেন। এই একাডেমির সর্বাত্মক সহযোগিতা ও সফলতা কামনা করেন। পরিশেষে সকলের সুস্থিরতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#
Leave a Reply