রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:;
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানের বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মানববন্ধন করা হয়েছে। সোমবার ১০ জানুয়ারি দুপুরে টেংরা ইউনিয়নবাসীর ব্যানারে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের টেংরা ইউনিয়ন পরিষদের সামেন এ মানববন্ধন করা হয়।
জানা যায়, টেংরা উইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খানের বাসায় গত ৭ জুনয়ারী রাতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। চেয়রাম্যানের ভাই দীপু খান গালাগাল করেছেন অভিযোগে সেলিমে আহমদরে নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হন। নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও ৭ ভরি স্বার্ণালংকার লুটের অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান টিপু খান। ঘটনার সময় ১ রাউন্ড গুলির শব্দ হয়েছে। তবে উভয়পক্ষই প্রতিপক্ষকে দায়ী করছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের সামনে মানববন্ধন করেছে টেংরা ইউনিয়নেবাসী। টেংরা ইউনিয়ন বাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, টেংরা ইউপি সদস্য আজিজুর রহমান, রিপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, চেয়ারম্যানের ভাই শাহেদ খান, মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড়, মইনউদ্দিন আহমদ, আকলিছুর রহমান, উজ্জল মিয়া, জুয়েল মিয়া, নারায়ন চন্দ্র দে, সায়েদ খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানের বাসায় গত ৮ জানুয়ারি যারা হামলার ঘটনায় নারীরাও আহত হয়েছেন। হামলাকারীরা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দেয়ার দাবী করেন বক্তারা।##
Leave a Reply