কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস নিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ এর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কমিটি (২০২২-২০২৩) গঠন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৩ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় প্রথমেই পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ২য় পর্বে সভাপতিত্ব করেন সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের প্রভাষক শাহরিয়ার জেবিন, প্রভাষক হামিদা খাতুন, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, মণিপুরি ললিতকলা একাডেমি গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, নারী উদ্যোক্তা মৌসুমী জাহান, কবি নির্মল এস পলাশ, সংগীত শিল্পী রমা কান্ত গোয়ালা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৈনিক সমকাল জননন্দিত একটি পত্রিকা। ইতোমধ্যে পাঠকদের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জনগণের চাহিদা, মানুষের দুঃখ-দুর্দশা, চিন্তা চেতনার খোরাক যোগাচ্ছে। সেই পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বক্তারা আরো বলেন, নতুন কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গঠনে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পিন্টু দেবনাথকে সভাপতি, মো. মোনায়েম খানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিস্ট সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যরা হলেন- প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাস চন্দ্র সিংহ সহ-সভাপতি, এলিসন মুঙ যগ্ম¥ সম্পাদক, সেলিম আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক, আকাশ আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক, হামিদা খাতুন অর্থ সম্পাদক, মিজানুর রহমান দফতর সম্পাদক, শাহরিয়া জেবিন সাহিত্য সম্পাদক, দিপু আহমেদ রাসেল সহ সাহিত্য সম্পাদক, রমা কান্ত গোয়ালা সাংস্কৃতিক সম্পাদক, মৌসুমী জাহান নারী বিষয়ক সম্পাদক, সীতারাম বীন সমাজ কল্যাণ সম্পাদক, প্রতাপ চন্দ্র কর সহ-সমাজকল্যান সম্পাদক, সুমন রঞ্জন দাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, নাজমুল আহমদ পাঠচক্র সম্পাদক, নির্বাহী সদস্য: শাব্বির এলাহী, জয়নাল আবেদীন, নির্মল এস পলাশ, রাজকুমার সৌমেন্দ সিংহ্র, আহমেদুজ্জামান আলম, আলমগীর হোসেন, সালাউদ্দিন শুভ, মঙ্গলী কৈরীসহ ৪১ সদস্য বিশিষ্ট সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সব শেষে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply