রাজনগরে সাবরেজিস্ট্রি কার্যালয় স্থানান্তর : পক্ষে বিপক্ষে চলছে কর্মসূচি রাজনগরে সাবরেজিস্ট্রি কার্যালয় স্থানান্তর : পক্ষে বিপক্ষে চলছে কর্মসূচি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার কুলাউড়ায় এইচপিভি টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করেছে ৩টি প্রতিষ্ঠান ৩ মাস থেকে ১২ চা বাগানের শ্রমিকদের রেশন-বেতন বন্ধ কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ

রাজনগরে সাবরেজিস্ট্রি কার্যালয় স্থানান্তর : পক্ষে বিপক্ষে চলছে কর্মসূচি

  • বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগরে সাবরেজিস্ট্রি কার্যালয় স্থানান্তর নিয়ে চলছে পক্ষে বিপক্ষে কর্মসূচি। কার্যালয়টি বর্তশান অবস্থানে রাখার পক্ষে রাজনগর বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার সংবাদ সম্মেলন করে অনশন, অবরোধ ও লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন। এদিকে সাবরেজিস্টারের সিদ্ধান্তের বিরোধীতাকারীদের নিন্দা জানিয়ে কলেজ পয়েন্ট এলাকায় মানববন্ধন করা হয়েছে।

রাজনগরের সর্বস্থরের জনগনের ব্যানারে বৃধবার দুপুরে এ মানববন্ধন করা হয়। অপরদিকে কার্যালয় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে মৌলভীবাজার জেলা দলিল লেখক সমিতি সারা জেলায় দলিল সম্পাদন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯২ সাল থেকে উপজেলা পরিষদের ভিতর আইন মন্ত্রনালয়ের ভবনের কয়েকটি কক্ষ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চলছে। ভবনটি যথেষ্ট মজবুত থাকা সত্ত্বেও সংস্কারের উদ্যোগ না নিয়ে অফিস অন্যত্র সরিয়ে নেয়ার আবেদন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার। এর প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি নিববন্ধন অধিদপ্তর থেকে সহকারী মহা-পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) শেখ মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত পত্রে অনুমতি দেয়া হয়। অফিস স্থানান্তরের জন্য রাজনগর থেকে দূরবর্তী কলেজ পয়েন্টে একটি ভবন ভাড়া নেয়ার উদ্যোগ নেন সাবরেজিস্ট্রার আজমেরি নির্ঝর। এনিয়ে রাজনগর দলিল লেখক সমিতি গত ১৫ দিন থেকে কলম বিরতি করছে। দলিল সম্পাদন না হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। রাজস্ব হারাচ্ছে সরকার। সাবরেজিস্ট্রি কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে দলিল লেখকদের চলা কলম বিরতির সাথে একাত্বতা জানিয়ে সোমবার দুপুরে জেলা দলিল লেখক সমিতি রাজনগরে সভা করেছে। সভায় দাবী মানা না হলে জেলা ব্যাপী কলম বিরতির ডাক দেবে বলে জানিয়েছেন নেতারা।

এদিকে রাজনগর বাজারের ব্যবসায়ীদের পক্ষে কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন তারা। বাজারের প্রবীন ব্যবসায়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান খান ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেকের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন সদর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান খান। লিখিত বক্তব্যে বলা হয়, সাবরেজিস্ট্রার নিজের ইচ্ছেমতো বর্তমান কার্যালয়কে ড্যামেজ দেখিয়ে দলিল লেখক, সাধারণ মানুষের নিরাপত্ত্বা ও ভূগান্তির কথা চিন্তা না করে এখান থেকে দূরবর্তী স্থানে সরে যাওয়ার পায়তারা করছেন। এছাড়াও প্রস্থাবিত দূরবর্তী স্থানে গেলে ব্যাংক সুবিধা না থাকায় দলিল লেখকদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবরেজিস্ট্রি কার্যালয় স্থান্তরের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা স্তম্বের সামনে প্রতীকী অনশন করা হবে। এছাড়াও রাজনগর বাজার অবরোধ, সাবরেজিস্ট্রি কার্যালয় অবরোধ এমনকি লাগাতার ধর্মঘট করা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রবীন ব্যবসায়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সদর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান খান ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহেদ্জ্জুামান আনছারী মনাই প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews