ওসমানীনগ(সিলেট)প্রতিনিধি :: বাংলাদেশের স্বাধীনতার পর তৎকালিন ১৯৭২ সালের বালাগঞ্জের প্রথম মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অসুস্থ আব্দুল কুদ্দছ জায়গীরদারে শয্যা পাশে ওসমানীনগরের ইউএনও।
বুধবার (২ মার্চ) বেলা দুইটার দিকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছ জায়গীরদারেকে দেখতে উপজেলার তাজপুর দুলিয়ারবন্দস্থ বাসায় যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অসুস্থ বীর মুক্তিযোদ্ধার শয্যাপাশে বেশ কিছুক্ষণ বসে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ জায়গীরদারের শারীরিক অবস্থার ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।
বার্ধক্যজনীত কারণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছ জায়গীরদার কত কয়েক দিন থকে অসুস্থ্য অবস্থায় শয্যাশায়ী হয়ে পরেছেন। অসুস্থ্যতার খবর শুনে বুধবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছ জায়গীরদা কে দেখতে তাঁর বাসায় ছুটে যান ইউএনও নীলিমা রায়হানা।
এ সময় ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতারব আহমদ ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল।
বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছ জায়গীরদারের গ্রামের বাড়ি উপজেলার উছমানপুর ইউপির থানাগাঁও গ্রামে। তাঁর কোনো পুত্র সন্তান নেই দুই কন্যা স্বামীর বাড়ীতে আছেন । বর্তমানে তিনি উপজেলার তাজপুর বাজারের দুলিয়ারবন্দের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। স্ত্রীর পাশাপাশি তার এক কন্যা সন্তান তাঁর দেখা শুনা করেন।
Leave a Reply