কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকাল ৪টায় কমলগঞ্জ বহুমুখী মডেল সরকারি হাইস্কুল মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। উদ্ধোনী খেলায় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি ৩-১ গোলে হারিয়ে রাজনগর সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের নাঈম।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাংবাদিক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মৌপবিস কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীব । স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।
টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মুজিবুর রহমান দুলু। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply