রতি রায়, কুড়িগ্রাম :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযান।তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বালাতারি এলাকায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের চার জনের একটি টিম অভিযান চালায়।অভিযানে ফুলবাড়ীর কুখ্যাত মাদক ব্যবসায়ী ৫ মামলার আসামি বালাটারি গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলীর ছেলে আব্দুল কাদের (৩৩) ও মোক্তারাম ত্রিমোহনি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে শফিউজ্জামান শাহিন ওরফে শাহিন আলী ওরফে মার্ডার শাহিন(৩৩)কে ২৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।এসময় পুলিশ তাদের দুটি মোটর বাইক ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করে থানায় নিয়ে আসে।
আটক শাহিনের বিরুদ্ধে ফুলবাড়ী ও কুড়িগ্রাম থানায় হত্যা,অস্ত্র ও মাদকের ১৫ টি মামলা ছিল।সে জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামী ছিল।বর্তমানে সে লালমনির হাট জেলাধীন খেদাবাঘ সেলিম নগরে তার শশুরবাড়ীতে থাকত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।
এইবেলা/আরআর/জেএইচজে
Leave a Reply