মৌলভীবাজার প্রতিনিধি :: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সামাজিক বৈষম্য দূর করার লক্ষে, সমাজের সুবিধা বঞ্চিত শতাধিক ভিক্ষুকদের কে নিয়ে ইফতার ও দো’আ মাহফিল-২০২২ আয়োজন করলো সমাজের সর্বস্তরের ব্যক্তি বর্গদের নিয়ে মাদক বিরোধী সামাজিক সংস্থা, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার।
২১ এপ্রিল বৃহস্পতিবার রেস্টইন মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও হল রুম কুসুমবাগে।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, আলিম উদ্দিন হালিম উপস্থিত সকলের কাছে দো’আ প্রার্থনা করার মধ্য দিয়ে নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা, এই আহ্বান রেখে, ইফতার মাহফিলে দো’আ ও মোনাজাত করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা মুহিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার এ,বি, এম মোজাহিদুল ইসলাম ( পিপিএম) , জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযুদ্ধা আব্দুল মোহিত টুটু,
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান, আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শেখ মোঃ বদরুজ্জানান চুনু, চেয়ারম্যান, কাউন্সিলর, সৈয়দ সেলিম হক প্রমুখ।
সংস্থাটি প্রবিত্র রামাদ্বান মাস উপলক্ষে আরও দুইটি এতিম খানা মাদরাসায় ছাত্র শিক্ষকদের কে নিয়ে তাহাদের শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার ও দো’আ মাহফিলের আয়োজনও করেছে।#
Leave a Reply