মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি :: কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে পরিবেশ সংরক্ষণ আইনে ১৫টি পরিবহন মালিককে জরিমানা এবং ২৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।
১৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে পরিবেশ দপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহার এবং শব্দ দূষণের অভিযোগে ১৬টি পরিবহনের ড্রাইভারকে পৃথক ভাবে মোট ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। একই সময় অতিরিক্ত মাত্রার শব্দ সৃষ্টিকারী ২৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
ভ্রাম্যমান অভিযানের নেতৃত্ব দেন- কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও। এসময় পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। কুড়িগ্রাম সদর থানা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন-১৫টি পরিবহনকে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে ১৪৮০০ টাকা এবং ১টি পরিবহনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে কালো ধোঁয়া ছাড়ার অপরাধে ১০০০ টাকা জরিমানা আদায় সহ সর্বমোট ৫৮০০ টাকা, ২৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply