মো. বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রামে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) সৈয়দ ফরহাদ হেসেন।
উপস্থিত ছিলেন এলজিইডি , পানি উন্নয়ন বোর্ড , গণপূর্ত অধিদপ্তর , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তেরের কর্মকর্তাবৃন্দ, ইটভাটা মালিক সমিতির সভাপতি ও ভাটা মালিকগণ, ব্লক ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন পরিবেশবাদী সংস্থা, এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ব্লক ইট ব্যবহার সংক্রান্ত আলোচনা উপস্থাপনা করেন কুড়িগ্রাম পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম ।
রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের অন্যতম উদ্যোগ পরিবেশ সুরক্ষার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরিবেশবান্ধব ব্লক ব্যবহার সংক্রান্ত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয় ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply