আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত আলতাফ প্রামানিক (৪৫) উপজেলার ভবানীপুর গ্রামের মৃত জহির প্রামানিকের ছেলে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আটককৃত আলতাব প্রামানিক গাঁজা বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোশারফ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালায়। এসময় দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার চৌধুরী ভবানীপুর গ্রামে আলতাফ নামে কারবারি গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হই। এবং শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply