এম এ সালাম, কাতার প্রতিনিধি :: কাতারে প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছে কাতার বাংলা প্রেসক্লাব। এই উপলক্ষে কমিউনিটির শীর্ষ ব্যক্তিদের সাথে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানী দোহার সালিমার ইস্তাম্বুল হোটেলে কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ইএম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার (বিসিকিউর) সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, দোহা মিউনিসিপালিটির সিনিয়র প্রকৌশলী আকতার জামান মামুন। বক্তব্য রাখেন কাতার বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম সাংগঠনিক সম্পাদক আমিন বেপারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ রানা ও নির্বাহী সদস্য এস আলম সবুজ।
আলোচনার শুরুতে সদ্য প্রয়াত জিটিভির নিউজ রুম এডিটর সুদিপ কুমার দে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এসময় নবগঠিত প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সমন্বয়ক এর দায়িত্ব গ্রহণ করেন কাতার বাংলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply