বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা থানার সেকেন্ড অফিসার (এস.আই) হাবিবুর রহমান (পিপিএম) শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিসরূপ পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম-এর পক্ষে থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
গত শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এস.আই হাবিবুর রহমান (পিপিএম) এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এক প্রতিক্রিয়ায় বড়লেখা থানার সেকেন্ড অফিসার (এসআই) হাবিবুর রহমান (পিপিএম) বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভাল লাগছে। এই স্বীকৃতি আমাকে কর্মক্ষেত্রে আরো দায়িত্বশীল করবে। এজন্য জেলা পুলিশ সুপার স্যারসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞা জানাচ্ছি।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply