ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরের পশ্চিম বাজারে বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে ,দোকান মালিকদের প্রায় ২০ লক্ষ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভালুকা পশ্চিম বাজারে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে কবর দেয়, পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয় লোকজন মিলে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আবুল কালামের কাপড়ের দোকান , মিসকিন পালের বাসের কুটির দোকান ,সাইদুল ইসলামের মুদি দোকান, আজাহারের ওষুধের দোকান কালাচানের সেলুন পুড়ে ছাই হয়ে যায়।
ভালুকা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ সাদিকুর রহমান জানান, ভালুকা বাজারের পুকুরে পানি থাকায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তা না হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আগুনে চাঁদ ব্যবসায়ীর প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এই মুহূর্তে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply