এইবেলা স্পোর্টস :: কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের আয়োজনে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় ২০ নভেম্বর রোববার প্রথমবারের মত এক দিনের আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত দাবা টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৪০ জন দাবাড়– অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ক্যাশমানি পুরস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও দাবা প্রতিযোগিতার আয়োজক একেএম সফি আহমদ সলমান।
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার, মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি অ্যাডভোকেট মোশতাক আহমদ মম, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেবনাথ, এম. শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউ এস এ (ইনক) এর সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, খালেদ পারভেজ বখশ, ফুয়াদ আলম চৌধুরী ও এএসআই তাজুল ইসলাম প্রমুখ।
৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঝিনাইদহের দাবাড়ু এম ডি আবজিদ রহমান, রানার আপ টাঙ্গাইলের দাবাড়ু মাসুম হোসাইন, ৩য় মানিকগঞ্জের দাবাড়ু জাবেদ আল আজাদ, ৪র্থ মৌলভীবাজারের দাবাড়ু আব্দুল জলিল, ৫ম নারায়নগঞ্জের দাবাড়ু মোঃ আবু হানিফ, ৬ষ্ট সিলেটের দাবাড়ু সুকেন, ৭ম মৌলভীবাজারের দাবাড়ু শাহ মো: সাইফুল আলী, ৮ম মৌলভীবাজারের দাবাড়ু জাবের আল হামিদ। এছাড়াও মহিলাদের জন্য নির্ধারিত ৯ম ও ১০ পুরস্কার পান শ্রাবনী আক্তার ও হামিদা বেগম ঝুমা। অনুর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে ১১তম ও ১২ তম হোন ইশান খান ও আহনাফ হক আফিফ।
খেলায় প্রধান আর্বিটারের দায়িত্ব পালন করেন হাসনাত এলাহী চৌধুরী।তাকে সহযোগিতা করেন দাবাড়ু আতিকুর রহমান খান শামিম ও দাবাড়ু দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply