এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ০১ জানুয়ারি রোববার বছরের শুরুতে বই উৎসবে নতুন বই পেয়েছেন শিক্ষার্থীরা। উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সবক’টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা।
উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, এম. মছব্বির আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।
এদিকে দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান, মাধ্যমিক স্তরের মোট ৮২টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরন করা হয়েছে।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভুঁইয়া জানান, সরকারি ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক স্তরের মোট ২৯৫টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। #
Leave a Reply