এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২ জানুয়ারি সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ সেলিম আহমদ ও সোহেল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনির আহমদ চৌধুরী, সুধীর চন্দ্র শর্মা, নন্দিতা দাস। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ধনঞ্জয় দেব, মোঃ শামছুল ইসলাম, মোঃ শামছুদ্দোহা, আশতোষ মল্লিক, জয়নাল মিয়া, জাফর সাদেক, সুদর্শন রাম মালাকার, ফেরদৌসি কাওসার চৌধুরী, হুসনে আরা, বিপাশা দত্তসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ১৩৫ জন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকারসহ উপস্থিত অন্যান্যরা। এসময় নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিদেরকেও বরণ করে নেয়া হয়।
প্রত্যেক শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ডায়রী উপহার দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার তাঁর বক্তব্যে নবাগত শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার উপদেশ দেন। এসময় তিনি আরো বলেন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এ জনপদের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই আজ দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠত হয়েছেন। দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে অন্যান্য সকল শিক্ষকরা একটি টিম ওয়ার্কভাবে কাজ করেন বলেই এই বিদ্যালয়ে প্রতিবছর পরীক্ষার ফলাফল ভালো হয়। এখানে সুশিক্ষা গ্রহণ করে একজন সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply