কুলাউড়া প্রতিনিধি: শেকড়ের কাছে ফেরত যাওয়ার প্রয়াসে এবং বাঙ্গালীর ঐতিহ্যবাহী ঘুড়িকে এই প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে প্রতি বছরের ন্যায় ৫ম বারের মতো পৌষ সংক্রান্তিতে ‘ঘুড়ি উৎসবের’ আয়োজন করেছে কুলাউড়া ‘প্লাটুন টুয়েলভ’।
আজ ১৪ জানুয়ারী দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিচড়া চা বাগানের পাল টিলায় এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এই ঘুড়ি উৎসবে যোগ দেন। প্লাটুন টুয়েলভ এর সভাপতি আইনুল নাহিদ ও সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন জানান, এবারের ঘুড়ি উড়ানো উৎসবে রকমারি জিনিসের স্টল বসার পাশাপাশি ঐতিহ্যবাহী খাসিয়া নৃত্য, ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর, বাহারি পিঠা-পুলির সমাহার, বর্ণাঢ্য আতশবাজি ও ফানুশ উড়ানো হয়েছে।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply