বড়লেখা প্রতিনিধি::
বড়লেখার দুর্নীতিবাজ সেই তহশিলদার আব্দুল হান্নানকে অবশেষে হাকালুকি ইউনিয়ন ভূমি অফিস (তহশিল অফিস) থেকে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভূমি অফিসে শাস্তিমুলক বদলি করা হয়েছে। গত সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর সুকান্ত সাহার স্বাক্ষরে এই অফিস আদেশ জারি করা হয়। গত ৮ ডিসেম্বর গণমাধ্যমে ‘হাকালুকির কালাপানি বিলের খাস কালেকশন-তহশিলদারের বিরুদ্ধে সিন্ডিকেট করে মাছ লুটের অভিযোগ ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে জেলা প্রশাসনের টনক নড়ে।
জানা গেছে, হাকালুকি হাওড়ের ২৮৬ একরের কালাপানি জলমহালের কাঙ্খিত মূল্য না পাওয়ায় এবার কাউকে ইজারা দেওয়া হয়নি। এরপর জেলা প্রশাসকের রাজস্ব বিভাগ থেকে বড়লেখা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে স্থানীয় তহশিলদারকে মাছ আহরণ করে (খাস কালেকশন) বিক্রির পর প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়। নভেম্বরের শেষ সপ্তাহে মৌখিকভাবে এই নির্দেশনা পান হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুল হান্নান। তিনি এই সুযোগটি কাজে লাগিয়ে সরকারি জলমহালের মাছ লুটের নীল নকসা তৈরী করেন। বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে খাস কালেকশনের দায়িত্ব দেন। এরপর রাজস্ব ফাঁকি দিয়ে রাতের আঁধারে জলমহাল থেকে মাছ শিকার করে পাইকারদের কাছে বিক্রি করেন। দুর্নীতিবাজ তহশিলদার আব্দুল হান্নান জলমহালটি অলিখিত চুক্তিতে ১২ লাখ টাকায় বিক্রি করে ১২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন।
বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুল হান্নানের বদলি আদেশ জারির সত্যতা নিশ্চিত করেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply