শ্রীমঙ্গলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
 স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন বড়লেখার খলাগাও বাজারে বিট পুলিশিং কমিটির সভা মায়ের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় প্রবাসীকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে আত্রাইয়ে মহাসড়কে ঝরল এক এনজিও কর্মীর প্রাণ উপজেলা পরিষদ নির্বাচন আত্রাইয়ে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কুলাউড়ায় দুই নেত্রীর লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি? প্রকপ্ল পরিদর্শণে কুলাউড়ায় ইউনিসেফ ওয়াশ ন্যাশনাল কনসালটেন্ট কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময়

শ্রীমঙ্গলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সোমবার, ১৩ মার্চ, ২০২৩

সাবেক এমপি এম নাসের রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি,সাবেক এমপি এম নাসের রহমান,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের ওপর শনিবার দুপুরে যুবলীগ-ছাত্রলীগের অর্তকিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কলেজ সড়ক থেকে বের করে শহরের গুহ রোড-ভানুগাছ রোড প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন-জেলা যুবদলের সহ-সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদার,জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান মারুফ,সহ-সভাপতি মকবুল হোসেন রিপন,সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খান,শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন-শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুক আহমেদ, যুবদল নেতা ভুট্টু আহমেদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান নওশাদ,সৈয়দ মোরশেদ সালেহীন নাবিল,পৌর যুবদলের সদস্য কুতুব আহমেদ ফাহিম,উপজেলা ছাত্রদল নেতা ইমরান খান ও শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিমসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চাল,ডাল,তেল, কৃষি উপকরণ,শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার হরণকারী অবৈধ ফ্যাসিষ্ট সরকারের সাধারণ মানুষের প্রতিবাদের মিছিল যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঠিক তখনই নিজেদের গদি রক্ষার জন্য সর্বশেষ অপচেষ্ঠার পথ খুঁেজ নিয়ে মানবন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসুচিতে বাধা দান ও হামলা মামলা করছে।

তারা বলেন-গত শনিবার দুপুরে মৌলভীবাজারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচীর শুরুর প্রাক্কালে কর্তৃত্ববাদী এই বাকশালী সরকারের পেটোয়াবাহিনী ছাত্রলীগ-যুবলীগের দেশীয় অস্ত্রশস্ত্র লাটিসোটা হাতে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে জেলা বিএনপির সভাপতি,সাবেক এমপি এম নাসের রহমানের ওপর হামলা চালায়। যাহা মৌলভীবাজার জেলাবাসীকে আহত করেছে। এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ অসংখ্য নেতাকর্মীদের স্টেপিং করে গুরুতর আহত করে রাজপথে রক্ত ঝরিয়েছে। বক্তারা অবিলম্বে এই কাপুরুষিত নগ্ন হামলার সাথে জড়িত আওয়ামীসন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews