রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ করে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে ২২ মার্চ বুধবার ভোরে গ্রেফতার করেছে।
জনৈকা রায়না বেগম (৪২) গত ১৯ মার্চ সোনালী ব্যাংক তারাপাশা থেকে টাকা উত্তোলন করেন। বাড়ীতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজের সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি একটি সিএনজি অটোরিক্সা থেকে নেমে রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১ হাজার টাকা ফুঁ দিয়ে দ্বিগুন করে দিবে বলে কৌশলে টাকা নিয়ে পালিয়ে যায়।গত ২১ মার্চ রায়না বেগম রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাজনগর থানার এসআই (নিরস্ত্র) মো: সওকত মাসুদ ভূইয়া জানান, মামলা২২ মার্চ মধ্যরাতে শ্রীমঙ্গল পৌরসভায় অভিযান চালিয়ে সালাউদ্দিন (৪৩), সিএনজি অটোরিক্সা চালক আব্দুল মুসলিম (৪২), মোঃ আনোয়ার মিয়া ওরফে আয়না মিয়াকে (৩৪)কে গ্রেফতার করেন। আসামী সালাউদ্দিনের কাছ থেকে ছিনতাইকৃত টাকার ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা ৩ জন শ্রীমঙ্গল উপজেলা বাসিন্দা।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply