নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে প্রনাদনার সার-বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য ২০২২-২৩ অর্থ বছরে খরিপ ১ মৌসুমে প্রনাদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫’শ ৮৫ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ডিএপি ও এমওপি সার ১০ কজি করে দেওয়া হয়েছে।
এছাড়া পাট বীজ ১ কজি করে ৯৫ জন কৃষককে দেওয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে সার-বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান প্রামানিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাপস কুমার রায়, অতিরিক্ত কৃষি অফিসার দিপক কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, উপ-সহকারী কষি কর্মকর্তা মো. জাহিদ, কেএম মাহাবুব, আজাদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।#
Leave a Reply