রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ২ জন আসামি ও পরোয়ানাভুক্ত ২ আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে এসআই সুলেমান আহমদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান করে আকলিবুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আল আমিনকে এবং এজাহারনানীয় অন্য আসামি আফসানা বেগমকে ভূমিউড়া এলাকা থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য গত ০৫ এপ্রিল রাজনগর থানার ভূমিউড়া গ্রামের জনৈক মোঃ দুলাল মিয়ার বসত বাড়ীতে প্রবেশ করে তার বসত বাড়ী ভাঙচুরসহ একপর্যায়ে দুলাল মিয়ার বয়োবৃদ্ধ মা আকলিবুন বেগমকে কিল-ঘুষি মারলে তিনি আহত হন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।
এছাড়া রাজনগর থানা পুলিশ অন্য এক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মোঃ আল আমিন এবং আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, গ্রেফতারকৃতদের মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।##
Leave a Reply