এবে মৌলভীবাজার:: চা, নদী, হাওর টিলা পাহাড় বেষ্টিত মৌলভীবাজার জেলায় আমেরিকা ও কানাডার বাঙালি কমিউনিটি ভিত্তিক টেলিভিশন মিম টিভি ইউকে আয়োজিত সিলেট আইডল গান প্রতিযোগিতার অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২জুন) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে দিনব্যাপি এই প্রতিযোগিতা জেলার কয়েক’শ শিল্পী অংশ নেন। বিচারকগণ পরবর্তী রাউন্ডের জন্য বাছাই করে ২১ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করেন।
ওইদিনের অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীত শিল্পী গোপন চক্রবর্তী ও সুনীতি সিনহা।
মিম টিভি ইউকে’র এই প্রজেক্টের মৌলভীবাজার অডিশনের ইর্নচাজ এমএসএ মাসুম খান বলেন, আমি এর আগে সুনামগঞ্জ জেলার দ্বায়িত্ব পালন করেছি, ইতিমধ্যে আমাদের সিলেট ও হবিগঞ্জ অডিশন শেষে আজ মৌলভীবাজার জেলা সফলভাবে সম্পন্ন হলো। প্রতি জেলা থেকে ১০ করে ৪০ জন শিল্পীকে বাছাই করা হবে। সেখান থেকে সেরা ১০ জন ফাইনাল রাউন্ডে যাবে। ফাইনাল রাউন্ডে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে।
প্রথম জন পাবেন ৩০ হাজার, দ্বিতীয় জন পাবেন ২০ হাজার ও তৃতীয় জন পাবেন ১০ হাজার টাকা। এছাড়াও বাকি সাতজনকে সান্তনা পুরষ্কার দেয়া হবে।
Leave a Reply