নয়ন লাল দেব, মৌলভীবাজার ::
সাম্প্রতি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান স্থানে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু যুব মহাজোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার সকালে মৌলভীবাজার শহরস্থ চৌমোহনায় হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিষ্ণুপদ ধরের সভাপতিত্ত্বে ও হিন্দু যুব মহাজোট জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল দেবের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট জেলা শাখার ভারঃ সাধারণ সম্পাদক নৃপেন্দ্র চন্দ্র পাল, রাজনগর উপজেলা শাখার সভাপতি জ্যোতির্ময় চক্রবর্তী লিটন, সাধারণ সম্পাদক ডাঃ প্রদীপ চন্দ্র দে, হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ অসীম চৌধুরী, জেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ পাল, সহ সভাপতি নিরাপদ রায়, সংবাদকর্মী নয়ন লাল দেব, অঞ্জন প্রসাদ চৌধুরী, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নয়ন দেব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সজিব মালাকার, হিন্দু ছাত্র মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব মল্লিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সারাদেশব্যাপি একদল সাম্প্রদায়িক গোষ্টি কতৃক হিন্দুদের উপর ঘটে যাওয়া নির্যাতন, মন্দির ভাংচুর ও বিভিন্ন ঘটনাকে নিয়ে হিন্দুদের নিয়ে চরম সাম্প্রদায়িক কটুক্তির তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply