শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: শ্রীমঙ্গলে ৬৫ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার উপজেলার একটি চা বাগান সংলগ্ন এলাকার এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা শিকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোসল করতে গেলে ওই নারীকে ধরে আরেকটি জায়গায় নিয়ে যায় দুজন। এরপর তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মাঠে নামে। পরে রাত ১১টার দিকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের আদর করের ছেলে মিন্টু কর (২০) এবং একই এলাকার পরেশ করের ছেলে পলাশ কর (২২)।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হওয়ার পর তাৎক্ষণিক আমরা ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছি।
তিনি জানান, সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply