বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা নজরুল একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী অদিতি দাস ইচ্ছা কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর চুড়ান্ত পর্বে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক অর্জন করেছে।
গত ৩০ সেপ্টেম্বর গোপালগঞ্জে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। অতিথিবৃন্দ বড়লেখার নৃত্যশিল্পী অদিতি দাস ইচ্ছার হাতে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৩ তোলে দেন।
অদিতি দাস ইচ্ছা বড়লেখা রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী। তার নৃত্য শিক্ষক সুব্রত দাস জানান, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গত ৮ সেপ্টেম্বর ঢাকা তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়। সারা দেশের ১২৮ জন প্রতিযোগির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সৃজনশীল নৃত্যে অদিতি দাস ইচ্ছা দ্বিতীয় স্থান অর্জন করেছে। রৌপ্য পদক অর্জন করে সে বড়লেখা নজরুল একাডেমিক সুনাম বৃদ্ধি করেছে।
Leave a Reply