এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষায় গুনগত মান উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে দিলদারপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসম কামরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ দাশ।
সহকারী শিক্ষক বিমল কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্যানেল চেয়ারম্যান ফজলুল আউয়াল, মুক্তিযোদ্ধা রজব আলী, সাংবাদিক আবদুল আহাদ, উপজেলা যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ বুলবুল, শিক্ষক চন্দন কুমার পাশী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোমিন, অভিভাবক সারওয়ার আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দা তাহেরা জান্নাত রিচি, গীতা পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী শান্তা দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী সুমনা বর্ধন রুপা।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply