এইবেলা, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে তরুন সনাতনী সংঘ (টিএসএস) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠন কতৃক আয়োজিত অনলাইনে শ্রীমদ্ভগবদ গীতা শ্লোক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী, আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে মৌলভীবাজার শহরস্থ নূতন কালিবাড়িতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট প্রিতম দত্ত সজীব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী অরুন ভট্টাচার্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাস, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মৌলভীবাজার এর সহসভাপতি মহিম দেব মধু, অামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজিত দাশ, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অজয় সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক সুমেশ দাশ যিশু, সমাজকর্মী অ্যাডভোকেট দিপক চন্দ্র ধর, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় দেবনাথ, শ্রীগৌরবাণী পত্রিকার সহ-বার্তা সম্পাদক নয়ন লাল দেব, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের প্রতিষ্টাতা হিমাদ্রী রায় প্রান্ত ও ভাগবত আলোচক নির্মল কান্তি সুত্রধর।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএসএস জেলা শাখার সভাপতি দিপু কর্মকার, সাধারB সম্পাদক জগদীশ দাশ, সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক টিটু পাল প্রমুখ।
অনুষ্ঠানে অনলাইনে শ্রীগীতা শ্লোক প্রতিযোগীতায় ৪টি বিভাগে ৩জন করে বিজয়ী মোট ১২ জনের মধ্যে পুরস্কার হিসাবে নগদ অর্থ, সনদ ও গ্রন্থ প্রদান করা হয়।
পরে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে টিএসএস এর কেন্দ্রীয়, জেলা, উপজেলা সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply