রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরু চোরচক্র চোরাইকৃত গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করে থাকে। ০৬ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে আটক ২ গরু চোর পুলিশের কাছে চোরাইকৃত গরু বিক্রির কৌশল স্বীকার করে পুলিশের কাছে।
থানা পুলিশ অভিযানকালে একটি চোরাই গরু, চোরাই গরুর ৫২ কেজি মাংস এবং গরু কাটার ০৫টি চাপাতি, ০২টি ছুরি, চোরাই কাজে ব্যবহৃত সিএনজি, ফ্রিজ উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার করে।
আটককৃতরা হলো- উপজেলার পশ্চিম খাস পূর্ব মির্জাপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে অজুদ মিয়া (৩২), একই এলাকার মউসুদ মিয়ার ছেলে কবির আহমদ (৫৪)। তাদের দেয়া তথ্যমতে গরুসহ মালামাল উদ্ধার করা হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, আটককৃত আসামীসহ আরও ৩-৪ জন চোরের একটি গ্রুপ এলাকায় বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে সেই চোরাই গরু জবাই করে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকে। আটক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রাজনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীদ্বয়কে বুধবার আদালতে সোপর্দ করা হয়।#
Leave a Reply