রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানে প্যারাগন পোল্ট্রি গ্রুপের ৮ লাখ টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। পোল্ট্রি গ্রুপের একাউন্টেন্ট সুমন চন্দ্র দাসের মোটরসাইকেলের গতিরোধ করে ওই টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রাজনগর থানার পুলিশ ও সদর সার্কেলের এএসপি জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
পুলিশ ও হাজিনগর চা বাগানের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ০৯ সেপ্টেম্বর দুপুরের পর হাজিনগর চা বাগানে স্থাপিত প্যারাগন পোল্ট্রি গ্রুপের একাউন্টেন্ট সুমন চন্দ্র দাস গ্রুপের শ্রমিকদের বেতনের টাকা বিলি করছিলেন। দু-একটি ফার্মে বেতন বিলি শেষে অন্যগুলোতে বিলি করার জন্য তার অপর সঙ্গীকে নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় বাগানের ৮ নম্বর ওঠেনি এলাকায় গেলে দু’জন দুর্বৃত্ত তপন চন্দ্র দাসকে আঘাত করে। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ব্যাগে রাখা টাকা নিয়ে বাগানের জঙ্গলের দিকে চলে যায়।
বিষয়টি মৌখিকভাবে রাজনগর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি জিয়াউর রহমান, রাজনগর থানার এসআই বিনয় চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শণ করেন।
হাজিনগর চা বাগানের ব্যবস্থাপক আব্দুস শহীদ জানান, বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। পুলিশ খোঁজখবর নিচ্ছে। পরে আমরা লিখিত দেবো।
উপ-পরিদর্শক বিনয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি বাগান কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাগান কর্তৃপক্ষ লিখিত কোন অভিযোগ দেয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ দেয়া হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।#
জেএইচজে
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply